বাংলাদেশ বেতার রংপুর কার্যালয়ে দুদকের অভিযান গুরুত্বপুর্ন নথি জব্দ

নিজস্ব প্রতিবেদক:
ভুয়া ভাউচার তৈরী করে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের একটি ইনফোর্সম্যান্ট টীম। এসময় বেতারের প্রকৌশল শাখাসহ বিভিন্ন বিভাগ থেকে গুরুত্বপূর্ণ কাগজ পত্র জব্দ করেছে। রোববার দুপুরে রংপুর নগরীর ধাপ এলাকায় অবস্থিত বেতার কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে।
অভিযানের নেতৃত্ব দেন রংপুর সমন্মিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ। সঙ্গে ছিলেন উপ সহকারী পরিচালক রুবেল হাসান ও ফেরদৌস রায়হান বকশী।
অভিযান শেষে দুদক সহকারী পরিচালক হোসাইন শরীফ জানান, বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহ-এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্নীতি, ভুয়া বিল ভাউচার তৈরী করে অর্থ আত্মসাৎ সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করি। এসময় সংশ্লিষ্ঠ রেকর্ডসহ কাগজ পত্র জব্দ করা হয়।
তিনি জানান, অনুসন্ধানে দেখা যায় ওই কর্মকর্তা গাড়ি ও জেনারেটর ব্যাবহারে ব্যাপক অনিয়ম করেছেন। জ্বালানী খাতে বিপুল পরিমান বরাদ্দ করা অর্থ ব্যায় না করে ভুয়া বিল ও ভাউচারের মাধ্যমে উত্তোলন করেছেন বলে প্রতয়িমান হয়েছে। এ ছাড়া বেতারের আবাসিক অনাবাসিক ভবন গুলো মেরামতের জন্য বরাদ্দ করা অর্থ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে মেরামত না করে লোপাট করেছেন।
অপরদিকে বেতারের বিভিন্ন মুল্যবান যন্ত্রপাতি সংস্কারে নামেও অনেক টাকা লোপাট করা হয়েছে। তার পরেও সার্বিক বিষয় ও কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে দুদক প্রধান কার্যালয়ে পরবর্তী ব্যাবস্থা গ্রহনের জন্য পাঠাবেন। দুদক প্রধান কার্যালয়ের অনুমতি নিয়ে বিশেষ অভিযান পরিচালিত করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *