স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে চাচিকে হত্যা, যুবক আটক

অনলাইন ডেস্ক

লক্ষ্মীপুরের পারিবারিক বিরোধের জের ধরে রাশেদা বেগম (৬০) নামের এক নারীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার স্ত্রীর সঙ্গে ভিকটিম প্রায়ই ঝগড়া করতো বলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশের উপস্থিতিতে বক্তব্য দেন যুবক।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদা লাহারকান্দি এলাকার মোবারক হোসেনের স্ত্রী। আটক ইমন একই এলাকার সেলিম হোসেনের ছেলে। তারা চাচি-ভাতিজা।

পুলিশ, নিহতের স্বজনরা জানায়, রাশেদা বাসায় একাই থাকতেন।
শুক্রবার সকালে তার ঘরে ঢুকে এলোপাতাড়ি কোপায় ইমন। রাশেদার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। এসময় ঘরের মধ্যে লুকিয়ে ছিলেন ইমন। পরে স্থানীয় তাকে ধরে পুলিশে দেয়।

পুলিশের সামনেই ইমন জানান, তার স্ত্রীর সঙ্গে ওই নারী প্রায়ই ঝগড়া করতো। এর জের ধরেই রাশেদাকে হত্যা করেছেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, পারিবারিক বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। আটক যুবককে থানায় নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *