অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০১৭ সালে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ঘটনায় করা মামলার মূল আসামি মো. আল আমিনকে (২৮) আট বছর পর গ্রেপ্তার করেছে জেলা অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকার কদমতলী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল আমিন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার চদ্দপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আবুল খায়ের সরদারের ছেলে।
শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। এ সময় আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পিবিআই জানায়, ২০১৭ সালের ২০ এপ্রিল সকালে ফতুল্লার পাগলা মসজিদ মার্কেটের সামনে থেকে রেহানাকে অপহরণ করা হয়। ভুক্তভোগীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল আল আমিন।
বিষয়টি জানাজানি হলে, আসামির মামা বাদীকে হুমকি দিয়ে বলেন, ‘বাড়াবাড়ি করলে মেয়েকে অপহরণ করা হবে।’ হুমকির দুদিন পরই ওই অপহরণ ঘটে।
ওই সময় ফতুল্লা থানা পুলিশ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করলেও মূল রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। তদন্তে মূল আসামির সুনির্দিষ্ট পরিচয় শনাক্ত না হওয়ার পরও পুলিশ চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।
পরে বাদী আদালতে নারাজি দিলে মামলার তদন্তভার পায় পিবিআই নারায়ণগঞ্জ।
পরবর্তীতে তথ্য-প্রযুক্তি বিশ্লেষণ ও গোপন তদন্তের মাধ্যমে আল আমিনের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন অপহরণের বিষয়টি স্বীকার করেছে।
এ বিষয়ে পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ বলেন, ‘পলাতক আসামিদের গ্রেপ্তার ও মামলার মূল রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।’














Leave a Reply