আবু সাঈদের মৃত্যুর ভুল তারিখ পাঠ্যপুস্তকে, প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের হত্যাকাণ্ডের তারিখ পরিবর্তনসহ নতুন পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

সমাবেশ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে পাঠ্যপুস্তকে আবু সাঈদের মৃত্যুর তারিখসহ অন্যান্য বিষয় সংশোধন করার দাবি তোলা হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় সমাবেশে।

এ সময় বক্তব্য দেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রহমত আলী।

বক্তারা অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের প্রতীক শহীদ আবু সাঈদকে নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) যে কুচক্রীরা ষড়যন্ত্রে জড়িত তাদের আইনের আওতায় না আনলে ছাত্র-জনতা তা মেনে নেবে না। তারা ইচ্ছাকৃতভাবে আবু সাঈদকে বিতর্কিত করার জন্য এ কাজ করেছে।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, আবু সাঈদ গত বছরের ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশের গুলির বিপরীতে বুক উঁচিয়ে দাঁড়িয়ে পুলিশের গুলিতে শহীদ হন। অথচ নতুন পাঠ্যপুস্তকে তার শহীদ হওয়ার তারিখ ১৭ জুলাই উল্লেখ করা হয়েছে। যা বর্তমান প্রজন্মের কাছে ভুল বার্তা পৌঁছাবে। এ ছাড়াও তার সম্পর্কে বিকৃত তথ্য দেওয়া হয়েছে বলে সমাবেশে অভিযোগ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *