ঘন ঘন টিস্যু দিয়ে মুখ মুছলে হতে পারে ত্বকের যে ক্ষতি

অনলাইন ডেস্ক

গরমে ঘর থেকে বের হলে ঘামে শরীর আর জামাকাপড় একাকার। এর মাঝে মুখকে একটু স্বস্তি দিতে অনেকে মাঝে মধ্যে টিস্যু দিয়ে মুখ মুছে থাকেন। কেউ কেউ কিছুক্ষণ পরপরই মুখ মুছে থাকেন। তবে এর ফলে সাময়িক স্বস্তি পেলেও এই টিস্যুর বেশি ব্যবহার করাটা কিন্তু মোটেই উচিত নয়।

এতে উপকারের থেকে অপকার-ই বেশি হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্য়ালয়ের গবেষক জন কুক মিলসের গবেষণায় উঠে এসেছে এমনই কিছু তথ্য। সেখানে ওয়েট টিস্য়ু নিয়ে এমন কিছু তথ্য উঠে এসেছে, যা শুনলে চমকে উঠবেন।

গবেষক জানিয়েছেন, ওয়েট টিস্যুতে রয়েছে সোডিয়াম লরিল সালফেট, যা কি স্পর্শকাতর ত্বকের জন্য খুবই ক্ষতিকর।
ওয়েট টিস্যুর মধ্যে থাকা রাসায়নিক মিথাইল ক্লোরিসেথিয়া জোলাইন বড়দের ত্বকের জন্যও ক্ষতিকর। গবেষকদের মতে, ঘন ঘন ওয়েট ওয়াইপস ব্যবহার করলে এর প্লাস্টিক ও রাসায়নিক ধীরে ধীরে শরীরের নানা কোষে জমতে থাকে। ফলে ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে এই টিস্যু।

অধিকাংশ ওয়াইপসে রয়েছে প্লাস্টিকের তন্তু, যা প্রাকৃতিকভাবে পচনশীল নয়, এমন পদার্থ রয়েছে।
যা পরিবেশের জন্যই ক্ষতিকারক। এই ওয়েট টিস্যু যেহেতু মাটিতে মিলিয়ে যায় না, এতে পরিবেশ দূষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *