সনি এক্সপোর মেয়াদ বাড়ল আরো ২ দিন

অনলাইন ডেস্ক

ক্রেতা দর্শনার্থীদের আগ্রহ বিবেচনায় রাজধানীর পাঁচতারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বছরের সবচেয়ে বড় সনি পণ্যের প্রদর্শনী সনি এক্সপো ২০২৫-এর মেয়াদ দুই দিন বাড়ানো হয়েছে।

আজ রবিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সনি-স্মার্টের জনসংযোগ প্রতিষ্ঠান উইন্ডো মিডিয়া লিমিটেড।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সনি-স্মার্টের উদ্যোগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় শুক্রবার সকাল থেকে চলছে জাপানের সনি পণ্যের প্রদর্শনী। শুক্র ও শনিবার দুই দিন মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের ছিল উপচে পড়া ভিড়।

অনেকেই এক্সপোর সময়সীমা বাড়ানোর দাবি করেন। তাঁদের দাবির প্রেক্ষিতে সোমবার রাত পর্যন্ত এক্সপো চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সনি-স্মার্ট কর্তৃপক্ষ। তাই শুক্রবার সকাল থেকে শুরু হওয়া সনি এক্সপো ২০২৫ চলবে সোমবার রাত পর্যন্ত। প্রতিদিন খোলা থাকছে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
সনি এক্সপো ২০২৫ সর্বসাধারণের জন্য উন্মুক্ত।
এ প্রসঙ্গে সনি-স্মার্টের মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চোধুরী জানান, ‘আমাদের পেশাজীবী ক্রেতা ও দর্শনার্থীদের অনেকেই ফোন ও ইনবক্সে ছুটির দিনে ঢাকার বাইরে থাকায় এই বছরের সবচেয়ে বড় সনি প্রদর্শনীতে আসতে না পারায় আফসোস করেছেন। তাঁদের আগ্রহ ও ভালোবাসার কারণেই আমরা সনি এক্সপো ২০২৫-এর আয়োজন দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি জানান, ‘ক্রেতা সাধারণের উদ্দেশে একটি সতর্কতা জানাতে চাই, ইতিমধ্যে আমরা লক্ষ করেছি, কিছু অসাধু ব্যবসায়ী সনি এক্সপোর নাম ভাঙিয়ে নানা স্থান থেকে মেলা চলছে বলে ক্রেতাদের বিভ্রান্ত করছেন।
মনে রাখবেন, কোনো শোরুম কিংবা রাস্তার পাশের দোকান নয়; সনি এক্সপো হচ্ছে শুধুমাত্র রাজধানীর শাহবাগের পাশে অবস্থিত পাঁচতারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়। এই মেলায় অংশগ্রহণে কোনো প্রি-রেজিস্ট্রেশন কিংবা এন্ট্রি ফি নেই, এমনিকি কোনো পণ্য কেনার শর্তও নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *