অনলাইন ডেস্ক
ফরিদপুরের মধুখালীতে অটোভ্যান চুরির অভিযোগে দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করে পুলিশ দেওয়া হয়। রবিবার দুপুরে তাদের বিরুদ্ধে চুরির মামলা করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন আমিরুল ওরফে আমিনুল (৩৫) মো. হেরাল (৩০)।
তারা দুজনেই কুষ্টিয়া জেলার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের বাসিন্দা তারেক শেখ প্রতিদিনের ন্যায় গত ২১ সেপ্টেম্বর সকালে অটোভ্যান নিয়ে বালিয়াকান্দি স্ট্যান্ডে যায়। সেখানে দুজন ব্যক্তি পার্শ্ববর্তী জেলার মধুখালী বাজারে যাওয়ার উদ্দেশে ৫০০ টাকায় তার গাড়িটি ভাড়া করে। পরে মধুখালী বাজারের ভ্যান স্ট্যান্ডে পৌঁছানোর পর যাত্রীদের একজন রশি কেনার কথা বলে তারেককে বাজারের ভেতর নিয়ে যায়।
রশি কেনার পর তার হাতে দিয়ে রশিটি দিয়ে বলে যে তুমি ভ্যানে যাও, আমি আসছি। ভুক্তভোগী তারেক রশি নিয়ে ভ্যানের কাছে এসে দেখেন অপর ব্যক্তি তার ভ্যান নিয়ে পালিয়ে গেছে। পরে তিনি জামালপুর বাজার রোডের সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তদের ছবি সংগ্রহ করে অভিযুক্তদের খুঁজতে থাকেন। ২৭ সেপ্টেম্বর বিকেলে মধুখালী পৌরসভার সামনের রাস্তায় তাদের দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘শনিবার বিকেলে স্থানীয় জনতা দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে। রবিবার তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’














Leave a Reply