মডেলের সাথে প্রযোজকের পরকিয়ায় স্ত্রীকে তালাক, অসহায় দিন কাটছে ক্যান্সার আক্রান্ত শিশুসহ ২ সন্তানের। এমন অভিযোগ করেছেন প্রযোজক সরোয়ার জাহানের সাবেক স্ত্রী রুকাইয়া তাহসিনা।
ক্যান্সারে আক্রান্ত সন্তান হাসপাতালে ভর্তি কিন্তু খোঁজ নেয় না বাবা প্রযোজক সরোয়ার জাহান। শিশুকে হাসপাতালে রেখেই বিভিন্ন জায়গায় মডেল ও অভিনেত্রী রিয়া বর্ম্মনকে সাথে নিয়ে ঘুরছেন ও রাত কাটাচ্ছেন সরোয়ার জাহান, এমন অভিযোগ করেছেন তার সাবেক স্ত্রী রুকাইয়া তাহসিনা।
এছাড়াও তিনি জানান, প্রযোজনার সূত্র ধরে রিয়া বর্ম্মনের সাথে পরিচয় হওয়ার পর থেকে সংসারে নানা ঝামেলার দেখা দেয়। স্ত্রী-সন্তানদের খোঁজ খবর নেন না। এমনকি ক্যান্সার আক্রান্ত সন্তানেরও দেখাশোনা করেন না।
তিনি আরও জানান, এই জের ধরে এর আগেও তাকে তালাক নোটিশ পাঠিয়েছিলেন প্রযোজক সরোয়ার। এরপর তার স্ত্রী আইনের আশ্রয় নিলে সেই তালাক নামা উঠিয়ে নেন। এছাড়াও ওই ব্যক্তির নামে স্ত্রী রুকাইয়ার একাধিক মামলা চলমান।
তিনি জানান, “আমার তিন সন্তান কিন্তু একজন ক্যান্সার আক্রান্ত। কিন্তু মডেল রিয়া বর্ম্মনের সাথে পরিচয়ের পর থেকে আমার এবং আমার সন্তানের থেকে দূরে থাকেন সরোয়ার জাহান। তিনি আরও বলেন, আমার কাছে রিয়া বর্ম্মনের সাথে সরোয়ারের পরকীয়ার যথেষ্ট প্রমাণ আছে।” গত সেপ্টেম্বর মাসের ১৪ হতে ১৫তারিখে সরোয়ার জাহানের ক্যান্সার আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় কয়েকবার তার সাথে যোগাযোগ চেষ্টা করে আসতে বললে, তিনি হাসপাতালে আসেনি। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়,গাজীপুরের ভাওয়াল রিসোর্টে রিয়া বর্ম্মন কে নিয়ে তিনি রাত্রি যাপন করেছিলেন। যার রেফারেন্স নম্বর ৩৫৪৮০, ১৪/০৯/২০২৪ থেকে ১৫/০৯/২০২৪।
এদিকে তার স্ত্রী অন্তসত্তা অবস্থায় রিয়া বর্ম্মন এবং তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করে বিষয়টি অবগত করলে তার স্বামীর সাথে যোগাযোগ বন্ধ করতে বললে তার পিতা বিষয়টি আমলে নেন এবং তার মেয়েকে সাবধান করবে বলে জানান।
এই অভিযোগের ভিত্তিতে রিয়ার সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন তার সাথে প্রযোজনার পরিচয়ের জেরে দেখা-সাক্ষাৎ হয়ে থাকে কিন্তু তিনি পরকীয়ার অভিযোগ অস্বীকার করেন। বরং অসদ আচরণ করেন এবং বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি প্রদান করেন।
মডেল রিয়া বর্ম্মন রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ ডিপার্টমেন্টের শিক্ষার্থী। তিনি রুপবান নাটকে সহযোগী মডেলের অভিনয় করেছেন।
তবে উক্ত বিষয় নিয়ে সরোয়ার জাহানের সাথে কয়েকবার ফোনে যোগাযোগ করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।
















Leave a Reply