উন্নত চিকিৎসার জন্য রাতেই লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত ৮টায় গুলশানের বাসা থেকে তিনি বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হবেন। তার বিদায় উপলক্ষে বিকেল থেকেই খালেদা জিয়ার বাসা ‘ফিরোজা’র সামনে ভিড় করেছেন নেতাকর্মীরা। আশপাশের রাস্তাগুলোতেও নেতাকর্মীদের ঢল নেমেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘ফিরোজা’য় এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতাও সেখানে এসেছেন। তবে নেতাকর্মীদের ভিড়ের কারণে খালেদা জিয়ার বাসার সামনে চলাচলই মুশকিল হয়ে দাঁড়িয়েছে।
বিকেলে থেকেই খালেদা জিয়ার বাসার সামনে ভিড় করতে থাকেন নেতাকর্মীরা। সময়ের সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় শুধু বাড়ছেই।
ফিরোজার সামনের সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীরাও ভিড় করেছেন সেখানে।
খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছেছে।
খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্য ছাড়া চিকিৎসক, বিএনপির কেন্দ্রীয় নেতা ও ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীসহ সফরসঙ্গী হবেন মোট ১৬ জন। যাত্রাপাথে কাতারে এক ঘণ্টার বিরতি থাকবে।
বিএনপি নেতা ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ জানান, আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের রাজকীয় কাতারের চারজন চিকিৎসক এবং প্যারা মেডিকসরা থাকবেন। ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের ছয়জন সদস্য এই বিমানে যাবেন।
এছাড়া খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।













Leave a Reply