অনলাইন ডেস্ক
গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে একটি আঞ্চলিক মহাসড়ক তিন ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। ওই সময় তারা বিক্ষোভ ও মিছিল করেন।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শ্রীপুর-বরমী আঞ্চলিক মহাসড়কে বরমী ইউনিয়নের কায়েতপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করেন পাশের সিটপাড়া এলাকার গার্ডেনিয়া ওয়্যার লিমিটেড কারখানার প্রায় পাঁচ শতাধিক শ্রমিক। বেলা সোয়া ১১টার দিকে কারখানা কর্তৃপক্ষ আজ মঙ্গলবার বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা জানান, চলতি মাসসহ তাদের তিন মাসের বেতন বকেয়া। বারবার তারা বকেয়া বেতন পরিশোধের দাবি জানালেও কারখানা কর্তৃপক্ষ বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে না। বাধ্য হয়ে গত ২০ সেপ্টেম্বর তাদের সব পাওনা পরিশোধের দাবি জানিয়ে কারখানার সামনে বিক্ষোভ করেন। কারখানা কর্তৃপক্ষ আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) তাদের সব পাওনা পরিশোধ করার কথা দিয়েছিলেন।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক সুমন মিয়া, হাবিবুর রহমান ও সোহেল রানা জানান, আজ সোমবার সকাল ৭টার দিকে কারখানায় গিয়ে প্রধান ফটকে তালা ঝুলতে দেখেন তারা। পরে প্রধান ফটকের সামনে জড়ো হয়ে সেখানেই বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সকাল ৮টার দিকে পাশে কায়েতপাড়া এলাকায় শ্রীপুর-বরমী আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শী ওলিউল্লাহ জানান, শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ায় সকাল ৮টা থেকে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
একপর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ ও মিছিল করেন। পরে কারখানা কর্তৃপক্ষ আগামীকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করেন শ্রমিকরা।
শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক কালের কণ্ঠকে বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ আগামীকাল মঙ্গলবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বকেয়া বেতন পরিশোধ করবেন। এরপর নির্ধারিত সময়ে কারখানার উৎপাদন চালু হবে।’














Leave a Reply