অনলাইন ডেস্ক
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পটিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজার আনন্দকে আরো উৎসবমুখর করতে ২০০ জন পূজার্থীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া পৌর সদরের থানার মোড়স্থ শ্রী শ্রী গৌরাঙ্গ নিকেতনে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শারদীয় দুর্গোৎসব কমিটির সভাপতি কেশব ধর এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির পটিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী।
বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির পটিয়া উপজেলার উপদেষ্টা দেবাশীষ দাশ দীপক, গৌরাঙ্গ নিকেতনের সাধারণ সম্পাদক অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, শারদীয় দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক পুলক কান্তি চৌধুরী, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির পটিয়া উপজেলার সভাপতি দেবাশীষ ধর বাপন এবং পূজা উদযাপন পরিষদ পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক মান্না কুমার দেব।
প্রধান অতিথির বক্তব্যে রয়া ত্রিপুরা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। এ ধরনের উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর একটি মহৎ প্রয়াস। তিনি এই আয়োজনের জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ওসি মো. নুরুজ্জামান বলেন, পটিয়ায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য প্রশাসন সব সময় সতর্ক রয়েছে। এ ধরনের সামাজিক কার্যক্রম সম্প্রদায়ের মধ্যে ঐক্য আরো জোরদার করে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা শারদীয় দুর্গাপূজার তাৎপর্য এবং সমাজে সৌহার্দ্য ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। বস্ত্র বিতরণের মাধ্যমে পূজার আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ পটিয়ার স্থানীয় পূর্জার্থীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত পূজার্থীরা বস্ত্র গ্রহণ করে আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
















Leave a Reply