অনলাইন ডেস্ক
এক দিকে যেমন বৃষ্টি, অন্য দিকে তেমন ভ্যাপসা গরম। সব মিলিয়ে আবহাওয়ার এমন অবস্থায় ঘরে তৈরি হয় বোটকা গন্ধ। বাজার থেকে কেনা এয়ার ফ্রেশনারে এমনভাব দূর করার চেষ্টা করছেন। অথচ তাতেই লুকিয়ে অনেক বিপদ।
বাজারের এয়ার ফ্রেশনারে রাসায়নিক উপাদানের উপস্থিতির কারণে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরে বসেই তৈরি করে নিতে পারেন মনের মতো এয়ার ফ্রেশনার। রাসায়নিকও নেই, সাশ্রয়ীও।
এসেনশিয়াল অয়েল, ভেষজ ও ফলের মতো উপাদান ব্যবহার করে ঘরোয়া এয়ার ফ্রেশনার তৈরি করা যায় সহজেই।
কৃত্রিম সুগন্ধির পরিবর্তে খাঁটি সুবাসে ভরিয়ে তুলতে পারে ঘর। জেনে নিন কৌশল।
একটি স্প্রে বোতলের অর্ধেক পানি নিন। পছন্দের ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল অথবা লেবুর গন্ধযুক্ত তেল বা গোলাপজল ৮–১০ ফোঁটা তাতে ঢেলে দিন।
সামান্য অ্যালকোহল দিলে গন্ধ আরো বেশি দিন টিকবে। ভালো করে ঝাঁকিয়ে নিন, তারপর ঘরে স্প্রে করুন।
তা ছাড়া কাচের জারে শুকনা লেবুর খোসা, দারচিনি বা লবঙ্গ ভরে রেখে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিলেও উপকার পাওয়া যায়। ঢাকনা খুলে রাখলেই ঘরে ছড়াবে সুবাস।
এর ফলে এক দিকে যেমন টাকাও বাঁচবে, অন্যদিকে রাসায়নিক ঝুঁকিও থাকবে না।
ঘরের গন্ধ নিজের পছন্দমতো বানিয়ে নিতে পারবেন। নিয়ন্ত্রণ আপনারই হাতে।
















Leave a Reply