সালথায় জুয়ার আসরে যৌথ বাহিনীর অভিযান, ৬ জুয়াড়ি আটক

অনলাইন ডেস্ক

ফরিদপুরের সালথায় প্রকাশ্যে জুয়া খেলার সময় ছয় জুয়াড়িকে আটক করা হয়েছে। আজ বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সালথার ফুলবাড়িয়া এলাকায় নিয়মিতভাবে প্রকাশ্যে জুয়ার আসর বসে।
ওই তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে বোয়ালমারী সেনা ক্যাম্প এবং স্থানীয় পুলিশের একটি দল যৌথ অভিযান চালায়। অভিযানে ইমরুল মুন্সী, মিন্টু মোল্যা, বাবুল মুন্সী, মিজানুর শেখ, আজিজুল শেখ ও মিরান হোসেন নামে ৬ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে নগদ ১৬ হাজার টাকা, চারটি বাটন ফোন, একটি স্মার্টফোন এবং চার সেট তাস উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের সালথা থানায় হস্তান্তর করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আইন-শৃঙ্খলা বাহিনী জানায়, এ ধরনের অপরাধমূলক কার্যকলাপ সমাজে অশান্তি ও আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জনগণকে জুয়া ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সহযোগিতা করার জন্যও আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *