অনলাইন ডেস্ক
সাভারে ৫০০ গ্রাম গাঁজাসহ মিনারা (৩৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১ অক্টোবর) রাতে সাভারের জোরপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন।
গ্রেপ্তার মিনারা ভোলা জেলার চরফ্যাশন থানার নূরাবাদ গ্রামের লালু হাওলাদারের মেয়ে।
তিনি সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি পশ্চিমপাড়া এলাকার রুমা আক্তারের বাড়িতে ভাড়ায় থেকে দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, ‘সাভারে বিশেষ অভিযান পরিচালনাকালে গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
















Leave a Reply