মোটরসাইকেলে এসে ৩ জনকে কুপিয়ে ও গুলি করে আহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ী এলাকায় একজনকে গুলি করে ও দুজনকে কুপিয়ে আহত করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে মাদারবাড়ীর মহব্বত গলি এলাকায় এ ঘটনা ঘটে।

এই ঘটনায় রিয়াদ (১৭) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
আর সাইফুল (১৭) ও নূর উদ্দিন (২৪) নামে দুজনকে দা দিয়ে কোপানো হয়। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
জিলানী নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘কয়েকজন মোটরসাইকেলে এসে কুপিয়েছে ও গুলি চালিয়েছে। তাদের সংখ্যা ১০ থেকে ১৫ জন ছিল।

কিছু বোঝার আগেই কুপিয়ে ও গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। নাক্কা আলম নামের একজনের নেতৃত্বে এ হামলা হয়েছে।’
চট্টগ্রাম সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম কালের কণ্ঠকে বলেন, ‘পূর্ব মাদারবাড়ী এলাকায় পূর্বশত্রুতার জেরে তিনজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *