ইসরায়েলকে ‘যুদ্ধাপরাধ ও গণহত্যায়’ দায়ী ভাবেন অধিকাংশ ইহুদি

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের অনেক ইহুদি ইসরায়েলের গাজা যুদ্ধ পরিচালনার পদ্ধতিকে সমর্থন করেন না। ওয়াশিংটন পোস্টের এক জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ মার্কিন ইহুদি মনে করেন ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে এবং প্রতি ১০ জনের প্রায় চারজন মনে করেন এটি গণহত্যার শামিল।

জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে বর্তমান ইসরায়েলি সরকারের প্রতি তীব্র অসন্তোষ লক্ষ করা গেছে। ৬৮ শতাংশ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি নেতিবাচক মূল্যায়ন দিয়েছেন, যার মধ্যে ৪৮ শতাংশ তার নেতৃত্বকে ‘অত্যন্ত দুর্বল’ বলে আখ্যা দিয়েছেন।
এটি পাঁচ বছর আগে পিউ রিসার্চ সেন্টারের এক জরিপের তুলনায় ২০ শতাংশ বেশি।
তবে ইহুদিরা যুদ্ধের জন্য মূলত হামাসকেই দায়ী করছেন। ৯৪ শতাংশ একমত হয়েছেন, হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করেছে।

জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক (৪৬ শতাংশ) ইসরায়েলের কর্মকাণ্ডকে সমর্থন করেছেন, আর ৪৮ শতাংশ বিরোধিতা করেছেন—অর্থাৎ মতভেদ প্রায় সমান।
তবু মার্কিন ইহুদিরা সাধারণ মার্কিনদের তুলনায় ইসরায়েলকে বেশি সমর্থন করছেন। উদাহরণস্বরূপ, এ বছরের জুলাই মাসে গ্যালাপ জরিপে দেখা গেছে, সাধারণ মার্কিনদের মধ্যে মাত্র ৩২ শতাংশ ইসরায়েলের কর্মকাণ্ডকে সমর্থন করেছিলেন।
প্রথমদিকে হামাসের নৃশংস হামলার প্রতিক্রিয়ায় সামরিক পদক্ষেপ নেওয়াকে অনেকেই সমর্থন করেছিলেন। তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে অগ্রগতির অভাব ও গাজার ভয়াবহ পরিস্থিতির কারণে অনেকে তাদের প্রাথমিক সমর্থন প্রত্যাহার করেছেন।

তবু জরিপে দেখা যায়, আমেরিকান ইহুদিরা ইসরায়েলের সঙ্গে তাদের শক্তিশালী মানসিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বন্ধন বজায় রেখেছেন। প্রায় ৭৬ শতাংশ বলেছেন, ইসরায়েলের অস্তিত্ব ইহুদিদের ভবিষ্যতের জন্য অপরিহার্য। আর ৫৮ শতাংশ মনে করেন, তাদের সঙ্গে ইসরায়েলিদের ‘অনেক মিল’ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *