মা ইলিশ সংরক্ষণে অভিযান, ২০ হাজার মিটার জাল জব্দ

অনলাইন ডেস্ক

বরিশালের বাবুগঞ্জের সুগন্ধা ও আড়িয়াল খা নদীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় দুই জেলেকে আটক করা হয় এবং প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন। সকাল থেকে বিভিন্ন ঘাট, নদীপাড় ও মাছ ধরার এলাকায় টহল কার্যক্রম চালানো হয়।
নাজমুস সালেহীন বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। কোনোভাবেই মা ইলিশ শিকার করতে দেওয়া হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, সরকার ঘোষিত ২২ দিনের (৪ থেকে ২৬ অক্টোবর) নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা আইনে ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা চলাকালে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হবে। তবে বাবুগঞ্জের প্রায় ৩৫ কিলোমিটার নদী সীমানায় মাত্র একটি টিম অভিযান চালাচ্ছে। জনবল ও লজিস্টিক ঘাটতির কারণে এ বিশাল নদীসীমা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা।

চলমান অভিযানের প্রথম তিন দিনে বাবুগঞ্জে মোট তিনজন জেলে আটক এবং প্রায় ২৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *