অনলাইন ডেস্ক
সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ৯টি ইউনিটের টানা ৩ ঘণ্টা চেষ্টার পর বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত পলমল গ্রুপের মালিকানাধীন আয়শা ক্লথিং লিমিটেড নামক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে থাকে।
মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জিরাবো ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে।
এর পর ৯টি ইউনিটের টানা ৩ ঘণ্টার চেষ্টায় বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আয়েশা ক্লথিং লিমিটেড কারখানার শ্রমিকরা জানান, কারখানায় প্রায় ৪ হাজার ১০০ জন শ্রমিক কাজ করেন। আনুমানিক ১২টার দিকে কারখানাটির ৮ তলা ভবনের দ্বিতীয় তলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন দেখতে পেয়ে সেখানকার শ্রমিকেরা দ্রুত বের হয়ে যায়।
ওই ভবনের অন্যান্য তলার শ্রমিকদের দ্রুত কারখানা থেকে বের হতে বলেন। তাৎক্ষণিক কারখানার সব গেট খুলে দিয়ে সব শ্রমিককে বের করে দেয় কর্তৃপক্ষ। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার তৎপরতায় অংশ নেন।
ফায়ার সার্ভিসের (ঢাকা অঞ্চল-৪) এর উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুনের তীব্রতা বেশি থাকায় জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সাভার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুপুর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর বিকেল ৪টা ২৭ মিনিটে আগুন পুরোপুরিভাবে নির্বাপণ করা হয়।
তিনি আরো বলেন, ভবনের দ্বিতীয় তলায় গুদাম ছিল। সেখানে প্রচুর তৈরি পণ্য ছিল। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।
















Leave a Reply