অনলাইন ডেস্ক
আফ্রিকার দেশ এসওয়াতিনির (সোয়াজিল্যান্ড) রাজা মসওয়াতি তৃতীয়র পুরনো একটি ভিডিও আবারও আলোচনায় এসেছে, যেখানে দেখা যাচ্ছে এই আফ্রিকান সম্রাটের বিলাসবহুল জীবনযাত্রার এক ঝলক। জুলাই মাসে প্রথম প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, রাজা তার একাধিক স্ত্রী ও বিশাল অনুচর দল নিয়ে আবুধাবি বিমানবন্দরে রাজকীয় ভঙ্গিতে আগমন করছেন।
ভিডিওতে রাজাকে দেখা যায় একটি ব্যক্তিগত জেট থেকে নেমে আসতে, পরনে ঐতিহ্যবাহী রাজপোশাক। তার পেছনে সারিবদ্ধভাবে হেঁটে আসছে আভিজাত্যপূর্ণ পোশাকে সজ্জিত নারীরা।
ভিডিওটির ওপর লেখা ছিল, ‘সোয়াজিল্যান্ডের রাজা ১৫ জন স্ত্রী ও ১০০ জন দাসসহ আবুধাবিতে পৌঁছেছেন। তার পিতা রাজা সোবুজা দ্বিতীয়র ছিল ১২৫ জন স্ত্রী।’
প্রতিবেদন অনুযায়ী, রাজা মসওয়াতি তৃতীয়ের সঙ্গে তার ৩০ জন সন্তানও ছিলেন এই সফরে। এত বড় প্রতিনিধি দল বিমানবন্দরে অস্থায়ী বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফলে নিরাপত্তা কর্মকর্তারা একাধিক টার্মিনাল সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হন।
ভিডিওটি প্রকাশের পর তীব্র সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে রাজপরিবারের বিলাসী জীবনযাত্রা ও সাধারণ নাগরিকদের দারিদ্র্যের মধ্যকার বৈপরীত্য তুলে ধরেন।
একজন মন্তব্য করেন, ‘তিনি বিলাসী বিমানে ভ্রমণ করছেন, অথচ তার জনগণের বিদ্যুৎও নেই।’ আরেকজন লেখেন, ‘এই দেশ কি এত ধনী যে রাজা ব্যক্তিগত জেট নিয়ে ঘোরেন?’
















Leave a Reply