অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জ শহরের মাছুমপুর নতুনপাড়ায় এক বৃদ্ধ নারী ভিক্ষুকের কাছ থেকে দুই বস্তা টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ওই ভিক্ষুকের বাড়িতে গিয়ে এলাকার লোকজনকে ওই টাকা গুনতে দেখা যায়।
স্বজনরা জানান, ৬৫ বছর বয়সী সালেয়া বেগম দীর্ঘ ৪০ বছর ধরে ভিক্ষা করে আসছেন। তিনি সিরাজগঞ্জ কওমি জুট মিলের বারান্দায় থাকতেন।
কখনো নিজের প্রয়োজন কিংবা অসুস্থতার জন্যও টাকা খরচ করতেন না। তার একমাত্র মেয়ে শাপলা খাতুনের স্বামী মাছুমপুর পশ্চিমপাড়ার রিকশাচালক শহিদুল ইসলাম।
মেয়ে শাপলা খাতুন বলেন, মা আমাদের সঙ্গে না থেকে কওমি জুট মিলের বারান্দায় একাই থাকতেন। দুই মাস ধরে অসুস্থ হওয়ায় মাকে বাড়িতে নিয়ে এসেছি।
তার থাকার জায়গা থেকে আজ অনেক টাকা পাওয়া গেছে। আমি মায়ের কাছে আছি। এই টাকা দিয়ে তার চিকিৎসা করানো হবে।
মেয়ের জামাই শহিদুল ইসলাম বলেন, তার কাছে এত টাকা এ কথা শাশুড়ি কখনো বলতো না।
আজ গ্রামের কয়েকজন মিলে শাশুড়ির থাকার জায়গা থেকে বেশ কয়েকটি ছোট ছোট বস্তা উদ্ধার করেছে। যার মধ্যে প্রচুর পরিমাণে কয়েন ও কাগজের টাকা পাওয়া গেছে। আমরা ওই টাকা গুনছি। বেশকিছু টাকা ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে।
সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহরিয়ার শিপু বলেন, ওই ভিক্ষুক প্রায় ৪০ বছর ধরে টাকা জমিয়েছেন।
বর্তমানে তিনি অসুস্থ। দুই বস্তা টাকা উদ্ধারের পর এলাকাবাসী জনসম্মুখে গুনছে। সবাই সিদ্ধান্ত নিয়েছে, টাকাগুলো তার চিকিৎসার জন্য ব্যয় করা হবে।
















Leave a Reply