আজ শপথ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেক্স:
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প । স্থানীয় সময় সোমবার সকাল ১০টায় ক্যাপিটল হিলে শপথ গ্রহন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওয়াশিংটন ডিসি জুড়ে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

দ্বিতীয় বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প একবার প্রেসিডেন্ট হওয়ার পর হেরে গিয়ে আবারও ক্ষমতায় ফিরছেন, যা মার্কিন ইতিহাসে নজিরবিহীন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাস্ট্রপ্রধান ও রাজনৈতিক নেতারা অংশ নিচ্ছেন।

১৮৭৪ সালের তথ্য অনুযায়ী, বিদেশি নেতারা সাধারণত এমন অনুষ্ঠানে অংশ নেন না, যা এবার ব্যতিক্রম। শপথ অনুষ্ঠানে জো বাইডেন, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামাসহ কমলা হ্যারিস উপস্থিত থাকবেন। তবে মিশেল ওবামা ও ন্যান্সি পেলোসি থাকবেন না।

এই শপথ অনুষ্ঠান ইনডোরে অনুষ্ঠিত হচ্ছে, যা ১৯৮৫ সালের পর প্রথম। তীব্র ঠান্ডা ও বৈরী আবহাওয়ার মধ্যেও লাখো মানুষ এতে অংশ নিচ্ছেন। শপথ অনুষ্ঠানকে ঘিরে ওয়াশিংটন জুড়ে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *