রাকসুতে বিজয়ী হলেন জুলাই আন্দোলনে চোখ হারানো দ্বীপ মাহবুব

অনলাইন ডেস্ক :

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন জুলাই আন্দোলনে চোখ হারানো ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষার্থী দ্বীপ মাহবুব।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

নির্বাচনে বিজয় প্রসঙ্গে দ্বীপ মাহবুব বলেন, জুলাই আন্দোলনে আমি আমার চোখ হারিয়েছি। শিক্ষার্থীরা আমাকে সর্বোচ্চ মূল্যায়ন করেছেন- আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি চাই, যে উদ্দেশ্যে আমি আমার চোখ হারিয়েছি, তা যেন বাস্তবায়ন করতে পারি। এ সময় তিনি সব শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের অংশ হিসেবে ৪ আগস্ট পাবনা শহরে এক ছাত্র মিছিলে আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান ও তার সহযোগীরা অতর্কিতে গুলি চালান। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী নিহত হন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বীপ মাহবুবসহ আরও অনেকে গুরুতর আহত হন। দ্বীপের চোখে গুলি লাগে, যা ভেদ করে মস্তিষ্কে প্রবেশ করে। পাঁচ মাসের দীর্ঘ চিকিৎসা শেষে তিনি আবারও ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে সক্ষম হন। তবে এই হামলার ফলে তার বাম হাত ও পা প্যারালাইজড হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *