পিরোজপুরে চুরি হওয়া ২৯ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ

অনলাইন ডেস্ক

পিরোজপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া ২৯টি মোবাইল ফোন এবং ২৬ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের (পিপিএম) এ তথ্য জানান।

উদ্ধার হাওয়া মোবাইলগুলো মালিকদের হাতে হস্তান্তর করা হয়। পুলিশের আইসিটি ও মিডিয়া শাখা জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইলগুলো উদ্ধার করেছে।

অন্যদিকে, ২১ অক্টোবর ভান্ডারিয়া থানার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তারা কুরিয়ার সার্ভিস ডেলিভারিম্যান সেজে মোবাইল ও নগদ অর্থ হাতিয়ে নিচ্ছিল। এ সময় তাদের কাছ থেকে ২৬ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়।

পিরোজপুর পুলিশ সুপার বলেন, ‘ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা তৎপর থাকব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *