আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্রের সংবিধান তাকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেয় না। সাম্প্রতিক কয়েকদিন ধরে ঘনিষ্ঠ সহযোগীদের বক্তব্যে এমন জল্পনা ছড়ায় যে ট্রাম্প তৃতীয় মেয়াদে প্রার্থী হতে পারেন।
এশিয়া সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়াগামী বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,
“আমার জনপ্রিয়তা এখন পর্যন্ত সবচেয়ে বেশি, কিন্তু যতদূর আমি বুঝতে পারছি, সংবিধান অনুযায়ী আমি প্রার্থী হতে পারব না। দেখা যাক কী হয়।”
মার্কিন কংগ্রেসের স্পিকার মাইক জনসন জানান, তিনি ট্রাম্পের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন, তবে সংবিধান পরিবর্তনের কোনো পথ বর্তমানে নেই।
তিনি বলেন, “আমরা দুজনই জানি, সংবিধানের সীমাবদ্ধতা আছে। যদিও অনেক আমেরিকানই এ নিয়ে হতাশ।”
ট্রাম্প আরও বলেন, “সংবিধান ভালোভাবে পড়লে দেখা যায়, এটা একদম স্পষ্ট— আমি আর প্রার্থী হতে পারব না। এটা দুঃখজনক, তবে আমাদের অনেক ভালো মানুষ আছে।”
সম্প্রতি ট্রাম্প সমর্থকদের মধ্যে “Trump 2028” লেখা টুপি দেখা গেছে, যা এই গুঞ্জনকে আরও উসকে দেয়। দ্য ইকোনমিস্ট-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন দাবি করেছিলেন, “তৃতীয় মেয়াদের পরিকল্পনা আছে।” তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা এটিকে গুরুত্ব দেননি এবং একে ব্যাননের প্রচারণা বলেই মনে করছেন।
ট্রাম্প আরও জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করে পরবর্তীতে প্রেসিডেন্ট পদে ফিরে আসার কোনো কৌশল তিনি গ্রহণ করবেন না, কারণ “এটা জনগণের কাছে সঠিক মনে হবে না।”
সুত্র: সিএনএন












Leave a Reply