সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলার বোদা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে, চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধারসহ আন্ত: জেলা মোটর সাইকেল চোর চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছেন। আটককৃত রিয়াদ হাসান ওরফে মাসুদ (২৪), পিতা আশরাফুল ইসলাম গ্রাম মুন্সিপাড়া সদর থানা ঠাকুরগাও।
পুলিশ জানায়,তার বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলায় আরো একাধিক মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ( ৪ নভেম্বর) মাসুদকে দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। আটকের পড়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে মোটর সাইকেল চুরির কথা স্বীকার করে।
এরপর তার দেওয়া তথ্য মতে,তাকে নিয়ে অভিযান পরিচালনা করে পুলিশের একটি টিম। মাসুদের তথ্য মতে আটকের ওইদিন লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার অধিনে চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারি এলাকার শামসুদ্দিন কমিরউদ্দীন ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকার পাকা রাস্তা উপর হতে মোটর সাইকেলটি উদ্ধার করা হয় ।
পঞ্চগড় জেলার বোদা উপজেলার নাজিরপাড়ার শাহীন কবীর প্রধানের বাড়ি হতে গত (১৮ অক্টোবর) আনুমানিক সকাল ১০ টার দিকে বহুতল ভবনের নীচের তলার গ্যারেজ হতে টিভিএস কোম্পানির এ্যাপাচি ১৬০ সিসির মোটর সাইকেল চুরি হয়।
এ ঘটনায় বোদা থানার ভারপ্রাপ্ত (ওসি) আজিম উদ্দীন জানান, গ্রেফতার হওয়া রিয়াদ হাসান ওরফে মাসুদ কে আজ বুধবার (৫ নভেম্বর)আদালতে সোপর্দ করলে।আদালত রিয়াদ হাসান ওরফে মাসুদকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ চুরির ঘটনায় আর কেউ জড়িত আছে কি না- তা তদন্ত করা হচ্ছে।













Leave a Reply