ব্যক্তির চেয়ে দল অনেক বড়—অধিনায়কত্বের বিষয়ে শান্ত

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। শুধুই একজন ব্যাটার হিসেবে খেলবেন বলে জানিয়েছিলেন বাঁহাতি ব্যাটার। তবে এক সিরিজেও খেলার সুযোগ পাননি।

উল্টো সতীর্থদেরই নেতৃত্ব দেবেন শান্ত।

তাকে বুঝিয়ে পুনরায় অধিনায়কের দায়িত্ব দিয়েছি বিসিবি। যে দায়িত্ব ছেড়েছিলেন তিনি তাহলে আবার কেন নিলেন এমন প্রশ্ন করা হলে শান্ত জানিয়েছেন, ব্যক্তির যে বাংলাদেশ দল অনেক বড়।
আগামীকাল থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে ২ টেস্টের সিরিজ শুরু হবে সিলেটে। প্রথম টেস্টের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘যেভাবে ক্রিকেট বোর্ড আমার সঙ্গে যোগাযোগ করেছে, তাতে সবার সঙ্গে সুন্দর এক আলাপচারিতা হয়েছে।

একটা সময় আমার মনে হয়েছে আমি নাজমুল হোসেন ব্যক্তির চেয়ে বাংলাদেশ ক্রিকেট অনেক বড়। নিজের চিন্তার থেকে বড় চিন্তা বাংলাদেশ দলের কী প্রয়োজন।’
পুনরায় দায়িত্ব নেওয়ার আগে সাবেক ক্রিকেটাররা তাকে ফিরতে পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন শান্ত। তাদের কথাকে সম্মান করেই টেস্ট অধিনায়ক বলেছেন, ‘সাবেক ক্রিকেটাররা এখন বোর্ডে আছেন, তারা যখন একটা পরামর্শ দিচ্ছেন, সেটা দল ও আমার ভালোর জন্যই।

সেই আলাপচারিতাকে পুরোপুরি সম্মান দিয়েছি। এক কথায় যদি বলি, আমি ব্যক্তির চেয়ে বাংলাদেশ দলকে আগে রাখা উচিত (এজন্যই সিদ্ধান্ত বদলেছি)।’
দায়িত্ব ছাড়ার পর সময়টা ভালো কাটছিল বলেও জানান শান্ত। তিনি বলেছেন, ‘কত দিন (১২৬ দিন) যেন মাঝে অধিনায়ক ছিলাম না, ওই সময়টা রিল্যাক্স করেছি, উপভোগ করেছি। ভালো সময় কেটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *