অনলাইন ডেস্ক
দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও ভারত ভ্রমণে সতর্কতা জারি করেছে। এমন অবস্থায় ভারত ও দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ হওয়া নিয়ে একটু হলেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলকাতায় আগামী ১৪ নভেম্বর হবে প্রথম টেস্ট।
এরই মধ্যে ভারত ও দক্ষিণ আফ্রিকার দল কলকাতায় পৌঁছে গেছে। কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে দুই দলকে।
এই বিস্ফোরণে ৯ জন নিহতের খবর পাওয়া গিয়েছে। ঐতিহাসিক পর্যটন স্থান লাল কেল্লার পাশে একটি গাড়িতে বোমা বিস্ফোরণের পর এই বিপর্যয় তৈরি হয়েছে।
বিস্ফোরণের পর প্রথম টেস্ট ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টিমের যাওয়া আসা, হোটেল থেকে স্টেডিয়ামে এবং ফেরা- বিশেষ করে ম্যাচের দিন লাগাতার নিরাপত্তা দেওয়া হবে। কলকাতা পুলিশ স্টেডিয়ামের আশপাশ সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে এবং চেকিং চলছে জোরালোভাবে।
সব ধরনের প্রবেশ ও বহির্গমন পথে নিরাপত্তা কর্মী বাড়ানো হয়েছে। টিম হোটেলের কাছে ও খেলোয়াড়দের বাস চলাচলের সময় বাড়তি নিরাপত্তা দেওয়া হবে।
আগামী ১১ নভেম্বর থেকে দুই দলের ট্রেনিং করার কথা। ২২ নভেম্বর বর্ষাপাড়া স্টেডিয়ামে হবে শেষ টেস্ট। এই সিরিজ শেষে ভারত ও দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে।













Leave a Reply