অনলাইন ডেস্ক
রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় রেললাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
তবে ঢাকা রেলওয়ে থানা পুলিশ বলছে, এখনো বিস্তারিত কিছু না জানা গেল তবে শোনা যাচ্ছে আটক করা দুইজন টোকাই ও আগুনটি জ্বালিয়েছিল পরিত্যক্ত রেললাইনে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
টিএসসিতে জোড়া ককটেল বিস্ফোরণ
‘নাশকতার শঙ্কায়’ রাষ্ট্রীয় স্থাপনা ও থানায়-থানায় নিরাপত্তা জোরদার
তিনি বলেন, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, তেজগাঁওয়ে ট্রেন যেই লাইন দিয়ে চলাচল করে না সেই পরিত্যক্ত রেললাইনে কিছু টোকাই আগুন জ্বালায়। এ ঘটনায় সেখান থেকে দুই টোকাইকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীরা আটক করেছে। আসলে শীত নিবারণের জন্য নাকি অন্য কোনো কারণে তারা আগুন ধরিয়েছে, বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন বলেন, ঘটনাস্থল রেলওয়ে থানার অধীনে হলেও সেখানে থানা পুলিশকে পাঠানো হয়েছে।













Leave a Reply