রংপুর নগরীর একমাত্র প্রধান সড়কে তীব্র যানজটের কারণে চরম দুর্ভোগে নগরবাসী। পাঁচ মিনিটের সড়ক পাড়ি দিতে সময় লাগছে ঘন্টারও বেশি। রাস্তা,ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা দোকান-পাট যানজটের কারণ বলে জানান পথচারী। এতে করে ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।
রংপুর মহানগরে ৬০ হাজারের বেশি অটোরিকশা চললেও অনুমোদন রয়েছে মাত্র সাড়ে আট হাজারের। আর সড়ক দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে কয়েকশত দোকান-পাট।
রোজার মাসে ভোগান্তি আর দুর্ভোগের কারণে অনেক রোজাদারকে রাস্তায় ইফতার সেরে নিতে হচ্ছে। যানজটে পড়তে হচ্ছে শিক্ষার্থী, এম্বুলেন্সের রোগীসহ অফিসগামীদের। কর্মস্থলে পৌঁছাতে সময় লাগছে দ্বিগুণেরও বেশি। এদিকে, আলাদা লেন করে যানজট নিয়ন্ত্রণে দায়সার আশ্বাস ট্রাফিক পুলিশের।
জেলা পরিষদ সুপার মার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, বেতপট্টি, কাচারি বাজার ও ফায়ার সার্ভিস মোড়সহ ১০টি এলাকায় সবসময় লেগেই থাকে রিকশা-অটোরিকশার জট। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে চোখে পড়ছে যানজটের চিত্র। রোজা শুরুর পর সেই ভোগান্তি যেন আরও বেড়েছে।
নগরবাসীর অভিযোগ, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ না থাকায় ভোগান্তি বেড়েছে। নগরীতে মানুষের চেয়ে অটোরিকশার সংখ্যা বেশি। প্রতিনিয়ত যানজটের কারনে গাড়ি চালাই দায় হয়ে পড়েছে। রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে উঠা দোকান-পাট। সেই সাথে চলাচলের রাস্তায় গাড়ি পাকিংয়ে দিশেহারা নগরবাসী।
নগরীর শালবন এলাকার গৃহবধু তারানা হালীম জানান, শালবন থেকে সুপার মার্কেট ৫ মিনিটের পথ পাড়ি দিতে এখন ৩০ মিনিট সময় লাগে। ফলে সীমাহীন কষ্ট শুরু হয় আমাদের যানজটে। আর রাস্তায় অবৈধভাবে দোকান গুলোর কারনে যানজট আরো বেশি হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আব্দুর রশিদ জানান, আমরা যানজট নিরসনে চেষ্টা করছি। রমজানের কারণে ভিড়টা বেশি হওয়ায় যানজট বেশি হচ্ছে। অবৈধ গাড়ি পার্কিং ও রাস্তা দখল করে দোকান-পাট উচ্ছেদের ব্যবস্থা নেয়ার আশ্বাস এই ট্রাফিক পুলিশ কর্মকর্তার। সেই সাথে আগামী দুই থেকে তিনদিনের মধ্যে আলাদা লেন করে গাড়ি চলালের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, পট পরিবর্তনের পর ট্রাফিক পুলিশদের মোটিভেশন করতে প্রতিদিন রোল কল করে মনোবল বাড়ানোর নানা পরামর্শ দেয়া হয়। আমরা চেষ্টা করে যাবো যাতে যানজট কিছুটা কমানো যায়। এর পাশাপাশি ঈদকে সামনে রেখে রাস্তায় এলোমেলো গাড়ি চলাফেরা করলে সেগুলোর বিরুদ্ধে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে সহকর্মীদের।
তীব্র যানজটের কারণে চরম দুর্ভোগে রংপুরবাসী













Leave a Reply