পাকিস্তানে দুর্বৃত্তদের গুলিতে ৪ শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তানের কালাত জেলায় দুর্বৃত্তদের গুলিতে পাঞ্জাবের চার শ্রমিক নিহত হয়েছেন। কালাত জেলার মাঙ্গোচর শহরের মালাংজাই এলাকায় এই ঘটনা ঘটে। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের।

কালাতের ডেপুটি কমিশনার (ডিসি) ক্যাপ্টেন জামিল বালোচ এক বিবৃতিতে বলেছেন, শনিবার দুপুর আড়াইটার দিকে কালাতের মাঙ্গোচর শহরের মালাংজাই এলাকায় অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়ে চার শ্রমিককে হত্যা করে।

অপরদিকে মাঙ্গোচরের সহকারী কমিশনার আলী গুল উমরানি জানান, মোটরসাইকেলে করে আসা একদল সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থলে এসে শ্রমিকদের ওপর গুলি চালায়। এই হামলায় সাতজন জড়িত ছিল এবং গুলি চালানোর পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিহতরা হলেন— মনোয়ার হোসেন, জিশান, দিলদার এবং মুহাম্মদ আমিন। তারা চারজনই পাঞ্জাবের সাদিকাবাদের বাসিন্দা এবং এলাকায় টিউবওয়েল খননের কাজ করেন।

তাদের মৃতদেহ তাদের নিজ শহরে পাঠানো হয়েছে। নিষিদ্ধ ঘোষিত বিএলএ হামলার দায় স্বীকার করেছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, নিরাপরাধ শ্রমিক ও বেসামরিক নাগরিকদের টার্গেট করা খুবই নৃশংস ও নিন্দনীয় কাজ।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই হামলাকে ‘সন্ত্রাসবাদের নৃশংস কাজ’ বলে নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, শহীদদের রক্তের কড়া জবাব দেওয়া হবে যা রাষ্ট্রবিরোধীদের জন্য উদাহরণ হিসেবে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *