দিনাজপুরে ধর্ষণ মামলায় গ্রেফতার ১

অনলাইন ডেক্স :

দিনাজপুরের ফুলবাড়ীতে এক বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী পরিতোষ চন্দ্র (৪২)কে গ্রেফতার করেছে পুলিশ ও দিনাজপুর র‌্যাব-১৩ এর একটি দল। শনিবার দুপুর সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পরিতোষ চন্দ্র (৪২) ফুলবাড়ী উপজেলার এলুয়ারী ইউনিয়নের মালিপাড়া গ্রামের মৃত ওপিন চন্দ্রের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বাক প্রতিবন্ধী ওই শিশুর মা অন্যত্র থাকেন, তাই বাবার সাথে বসবাস করে সে। বাবা পার্শ¦বর্তী চিরিরবন্দর উপজেলার উচিৎপুর এলাকার একটি রাইস মিলের কর্মচারী হিসেবে কাজ করেন। কাজের সুবাদে প্রতিদিন সকাল ৮টায় তাকে বাড়ি থেকে কর্মস্থলে যেতে হয়। বাবা কাজ শেষে ফিরে না আসা পর্যন্ত বাড়িতে একাই থাকে সে। গত ২১মার্চ তার বাবা কাজে না গিয়ে বাড়ির কিছু টুকিটাকি কাজের জন্য জিনিসপত্র কিনতে সকাল ৯টার দিকে স্থানীয় বাজারে যান। সকাল সাড়ে ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফিরে তার মেয়ের কান্নার শব্দ শুনতে পেয়ে ঘরে গিয়ে দেখেন প্রতিবেশী পরিতোষ চন্দ্র (৪২) জোরপূর্বক মেয়েকে ধর্ষণ করছে এবং তার মেয়ে ধর্ষকের হাত থেকে রক্ষা পেতে কান্নাকাটি করছে। এসময় তাকে আটক করার চেষ্টা করলে পরিতোষ ধাক্কা দিয়ে ঘর থেকে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসেন।
ঘটনার পরদিন ২২মার্চ ধর্ষিত বাক প্রতিবন্ধীর বাবা বাদি হয়ে ফুলবাড়ী থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারা মতে জোর পুর্বক ধর্ষণ করার অপরাধে একটি মামলা দায়ের করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে ছিল ধর্ষক পরিতোষ।তথ্য প্রযুক্তির সহায়তায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে রোববার আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *