মা হতে যাচ্ছেন কণ্ঠশিল্পী দোলা

বিনোদন প্রতিবেদক

এ সময়ের পরিচিত গায়িকা দোলা। একক গান প্রকাশের পাশাপাশি মঞ্চেও বেশ সরব। দেশে বিদেশে একের পর এক শো নিয়ে ব্যস্ত ছিলেন। মাঝখানে সামাজিক মাধ্যমে তার হালনাগাদ কমে যায়।

এর কারণ কেউ বুঝতে পারছিল না। হঠাৎ করে এমন নিষ্প্রভ হয়ে যাওয়ায় ভক্তরা প্রশ্নও তোলেন। তবে সে প্রশ্নের উত্তর আসিয়া ইসলাম দোলা নিজেই দিলেন। জানালেন তিনি মা হতে যাচ্ছেন।

সামাজিক মাধ্যমে সে খবর প্রকাশ করে দোলা বলেন, আলহামদুলিল্লাহ, জীবনে প্রথম বারের মতো মা হতে যাচ্ছি। গত সাড়ে সাত মাস থেকে খুব অন্যরকম অনুভূতিময় একটা সময় পার করছি।এখন আমি কাজ থেকে একটু বিরতি নিয়েছি ।

দোলার এই মা হতে যাওয়া উপলক্ষে আরেক গায়ক সাব্বির জামান বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

সে প্রসঙ্গে দোলা বলেন, গতকাল রাতে রেহানা জামান ভাবি আর সাব্বির জামান ভাইয়া ছোট্ট একটা ঘরোয়া আয়োজন করেছিল। আমার বেবি সাওয়ার কে এত এত ভালোবাসা, আদর আর মজার মজার হাতে তৈরি করা খাবার দিয়ে উদযাপন করলো। আমি আবেগে আপ্লুত। যারা শত ব্যস্ততা ফেলে কাল এই আনন্দ কে ভাগাভাগি করতে উপস্থিত ছিলেন তাদের কাছে কৃতজ্ঞ। জীবনে ভালো থাকতে সবার কাছ থেকে একটু ভালবাসা আর দোয়ার প্রয়োজন।
তোমরা পাশে থাকলেই হবে।
নিজের অনাগত সন্তানকে নিয়ে লিখেছেন, আমার সন্তান এই পৃথিবীতে আসবে ,সামনে সময় খুব কম। সবার কাছে দোয়া চাই। মহান আল্লাহ যেন সব বিপদ থেকে রক্ষা করেন।

২০১৭ সালের ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পরিচিতি পান আছিয়া ইসলাম দোলা। এরপর সঙ্গীতাঙ্গনে সরব পদযাত্রা শুরু হয় তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *