সাইফুল ইসলাম মুকুল
পিলখানা ট্রাজেডি, শাপলা চত্তর, মোদী বিরোধী আন্দোলন ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিরাপরাধ মানুষকে হত্যার দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবী জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, গণহত্যার সাথে জড়িত প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিচার করতে হবে।
রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শাপলা চত্ত্বরে গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য নারী কমিশনের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৭২ সংবিধানকে ভারতীয় সংবিধানের অনুরুপ উল্লেখ করে তিনি বলেন, এ সংবিধানের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হয়েছে।
খেলাফত মজলিসের রংপুর জেলা সভাপতি মুহাম্মদ আতাউল হকের সভাপতিত্বে গণসমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তৃতা করেন।













Leave a Reply