ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে পুকুরে পড়ে রাবেয়া আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃত রাবেয়া আক্তার একই এলাকার রবিউল আসাদের মেয়ে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে শিশু রাবেয়াকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা বাড়ির পাশের পুকুরে খোঁজ শুরু করেন। কিছুক্ষণ পর পুকুরে রাবেয়াকে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মঞ্জুরুল ইসলাম বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরে ডুবে শ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।’













Leave a Reply