পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশের দ্বিতীয় বহরের ক্রিকেটাররাও 

অনলাইন ডেক্স :

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। এরপর থেকে আলোচনা এবং সমালোচনার কেন্দ্রে আছেন দেশের ক্রিকেটাররা। তবে মরুর বুকে ক্রিকেটের লড়াইয়ে হেরেও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না তারা। সামনেই আছে পাকিস্তানের বিপক্ষে আরও একটি টি-টোয়েন্টি সিরিজ।

তিন ম্যাচের এই সিরিজকে সামনে রেখে ধাপে ধাপে পাকিস্তানে যাচ্ছেন ক্রিকেটাররা। নিরাপত্তা এবং কূটনৈরতিক জটিলতা কাটাতেই এমন উদ্যোগ। প্রথম বহরে ১০ জনের এই দলে ক্রিকেটারদের মধ্যে ছিলেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। এছাড়া ছিলেন ম্যানেজার নাফিস ইকবালসহ আরও ক’জন সাপোর্ট স্টাফ।

এদিকে আজ সোমবার সকালে দ্বিতীয় বহরও পৌছেছে লাহোরে।এ সময় ছিলেন তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী এবং শেখ মেহেদী হাসান।

বিসিবি অবশ্য পাকিস্তান সফর নিয়ে কাউকে জোর করেনি। যার কারণে পেসার নাহিদ রানা, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট পাকিস্তান সফরে যাচ্ছেন না। নতুন করে দলে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানেই অবস্থান করছেন তিনি, একই সঙ্গে রিশাদ হোসেনও রয়েছেন সেখানে।

এদিকে মুস্তাফিজুর রহমানের ইনজুরিতে খালেদ আহমেদ ধরেছেন সরাসরি পাকিস্তানের বিমান। আগামী ২৮ মে থেকে ১ জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দুই দলের ২০ ওভারের এই লড়াই শুরু হবে ২৮ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *