হজ নিয়ে ভুয়া বিজ্ঞাপনে সৌদিতে দুই প্রবাসী গ্রেফতার

অনলাইন ডেক্স :

হজ নিয়ে ভুয়া বিজ্ঞাপন প্রচারের অভিযোগে দুই প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। অভিযুক্তদের কাছ থেকে নগদ অর্থ ও জাল কুপন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হজযাত্রীদের প্রতারিত করার উদ্দেশ্যে জাল কুরবানির কুপন বিক্রি করছিল বলে দেশটির হজ ও ওমরাহ প্রসিকিউশন বিভাগ জানিয়েছে।

রবিবার (১ জুন) আমিরাত ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হজ ও ওমরাহ প্রসিকিউশন বিভাগের মক্কা অঞ্চলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্তদের গ্রেফতার করে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে, যেখানে তারা কারাদণ্ড, জরিমানা এবং অবৈধ উপার্জনের সম্পদ বাজেয়াপ্তসহ বিভিন্ন শাস্তির মুখোমুখি হতে পারেন বলে জানানো হয়েছে।

প্রসিকিউশন বিভাগ জানায়, হজযাত্রীদের শোষণ বা তাদের অধিকার লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং এমন প্রতারকদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

পাশাপাশি জনগণকে অনুরোধ করা হয়েছে, তারা যেন শুধুমাত্র সরকার অনুমোদিত নিয়ম ও নির্দেশনা অনুসরণ করে এবং প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে সতর্ক থাকে।

এর আগে মে মাসের শুরুর দিকে এক ইন্দোনেশিয়ান বাসিন্দাকে অনলাইনে ভুয়া হজ বিজ্ঞাপন প্রকাশ এবং সংশ্লিষ্ট প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *