জোতার মৃত্যুতে শোকাহত সতীর্থ রোনালদো 

 অনলাইন ডেস্ক

এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। তার মৃত্যুতে ফুটবলাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে খেলেছেন জোতা। তার এমন মর্মান্তিক মৃত্যুতে শোক জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। 

জোতা তার ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে। স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

জাতীয় দলের সতীর্থের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না রোনালদো। সামাজিক যোগাযোমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘এসবের কোনো মানে হয় না। আমরা একসঙ্গে জাতীয় দলে খেলেছি, সম্প্রতি তুমি বিয়ে করেছো।’

জোতার স্ত্রী সন্তানদের সমবেদনা জানিয়ে রোনালদো লেখেন, ‘তোমার পরিবার, তোমার স্ত্রী এবং তোমার সন্তানদের প্রতি আমি সমবেদনা জানাই এবং তাদের জন্য বিশ্বের সমস্ত শক্তি কামনা করি। আমি জানি তুমি সবসময় তাদের সঙ্গে থাকবে। শান্তিতে ঘুমাও, দিয়েগো এবং আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করবো।’

মাত্র ১০ দিন আগেই দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন জোতা। তাদের তিনটি সন্তান রয়েছে। জোতা ও কারদোসোর সেই বিয়ের ছবিও এখন শুধুই স্মৃতি।

লিভারপুলের হয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি ২০২১–২২ মৌসুমে এফএ কাপও জিতেছিলেন জোতা। এছাড়া পর্তুগালের হয়ে দুইবার নেশনস লিগ জিতেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *