অনলাইন ডেক্স :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন আছির হামিম ইশমাম। সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
ফেসবুক স্ট্যাটাসে আছির হামিম লিখেন, ‘শহীদের রক্ত, গণআন্দোলনের চেতনা এবং বৈষম্যবিরোধী আদর্শে বিশ্বাস রেখে আমি এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছিলাম। একটি ন্যায্য, নৈতিক এবং আদর্শিক ছাত্র আন্দোলনের অংশ হতে পারাটা ছিলো আমার কাছে গৌরবের।
কিন্তু গভীর দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে, চট্টগ্রাম মহানগর কমিটি গঠনের পর সংগঠনটি তার মূল উদ্দেশ্য, নৈতিকতা এবং দায়িত্ববোধ থেকে বিচ্যুত হয়েছে। এই কমিটির উল্লেখযোগ্য সংখ্যক সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি, নারী নিপীড়ন, রাজনৈতিক পক্ষপাতিত্ব, এবং ছাত্রলীগ পুনর্বাসনের মতো গুরুতর অভিযোগ রয়েছে যার বেশ কয়েকটির বিরুদ্ধে প্রমাণও বিদ্যমান।’
তিনি বলেন, ‘এ ব্যাপারে নীরব থাকাটাই নিজেকে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার অপরাধে যুক্ত করা। কমিটি গঠনের পাঁচ মাস পেরিয়ে গেলেও একটি পূর্ণাঙ্গ সভা পর্যন্ত হয়নি।
নেতৃত্বহীনতা, সমন্বয়ের অভাব এবং উদ্দেশ্যহীনতার ফলে সংগঠনটি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বৈছাআ-কে ‘অরাজনৈতিক’ বলা হলেও বাস্তবতা হলো, এর কিছু সদস্য রাজনৈতিক দলের কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। এটি শুধু আদর্শের সাথে প্রতারণা নয়, বরং গণ-আস্থার সরাসরি অবমাননা। এই প্রেক্ষাপটে, নিজের বিবেকের তাড়নায় এবং সংগঠনের প্রতি অন্তর থেকে দায়বদ্ধতা রেখে, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করছি।
আমার এই পদত্যাগ যেন কোনো বিভ্রান্তির জন্ম না দেয় এটি ব্যক্তি আক্রমণ নয়, বরং একটি আদর্শ বাঁচিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াস।’
তিনি আরো লিখেন, ‘আমি চাই, সংগঠনটি তার মূল চেতনায় ফিরে যাক। শহীদদের রক্ত, গণআন্দোলনের উত্তরাধিকার এবং বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণাকে যেন অপমানিত না করে। ভবিষ্যতে সংগঠনের কোনো ভুল সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের দায়ভার যেন আমার উপর না বর্তায় এই প্রত্যাশায় আমি নিজেকে সংগঠনের সব কার্যক্রম ও সিদ্ধান্ত থেকে দায়মুক্ত ঘোষণা করছি। আমি সংগঠনের পদ ও দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও যেকোনো যৌক্তিক দাবি ও ন্যায়ের পক্ষে আমার কণ্ঠ সবসময় উচ্চকিত থাকবে।













Leave a Reply