অনলাইন ডেস্ক
বাংলাদেশ দলে ‘লো রিস্ক, হাই বেনিফিট’ খুঁজছেন সাকিব
বাংলাদেশ দলে ‘লো রিস্ক, হাই বেনিফিট’ খুঁজছেন সাকিব
এরপর সাকিবের নামের পাশে যোগ হওয়া একাধিক মামলাও তাঁর দেশে ফেরা এবং দলে ফেরাকে অনিশ্চিত করে তুলেছে। সাকিব বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন কি না, এমন প্রশ্নও তুলেছেন অনেকে।
বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় এলে সাকিবের দলের ফেরার সম্ভাবনা আছে কি না, টি স্পোর্টসের এমন প্রশ্ন ছিল মির্জা ফখরুলের কাছে। জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক এই সদস্য বলেন, ‘সেটা সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। তখন সে ক্রিকেটে থাকবে কি না সেটার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে।’
সাকিবের ফেরার প্রসঙ্গ সাম্প্রতিক সময়েও সামনে এসেছে। কদিন আগেই শোনা গিয়েছিল, সাকিবকে আবার জাতীয় দলে খেলানোর উদ্যোগ নিচ্ছে বিসিবি। স্বয়ং বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, তিনি সাকিবের সঙ্গে কথা বলবেন।
যদিও খুব শিগগির যে সাকিব দলে বা দেশে ফিরবেন এমন আভাস নেই।













Leave a Reply