নিজেকে যোগ্য করে তুলতে পারলে তবেই মনোনয়ন মিলবে বিএনপির….তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিজেকে যোগ্য করে তুলতে পারলে তবেই মনোনয়ন মিলবে বিএনপির। বিএনপির আস্থা ধরে রাখতে সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোনো বিকল্প নেই। রোববার রংপুর নগরীর শিল্পকলা একাডেমিতে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জন সম্পৃক্তি শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অর্থনৈতিক গতিকে এমনভাবে এগিয়ে নিতে হবে যাতে প্রান্তিক পর্যায়ে দ্রুত পৌঁছে যায়। ৩১ দফার সব ম্যাসেজ পৌঁছে দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে কাজ করতে হবে। বিএনপির রাজনৈতিক পুঁজি জনগণের বিশ্বাস।
আওয়ামী লীগীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, ১৫ বছর মানুষের অর্থ সম্পদ লুটপাট করে কোনো লাভ হয়নি। উল্টো জনগণ খেদিয়ে দিয়েছি স্বৈরাচারী সরকারকে। ১৫ বছরে যে সব নেতাকর্মী গুম, খুম ও হত্যার শিকার হয়েছেন এবং জুলাইয়ে গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পাশে সবসময় থাকবে বিএনপি। আমি ৩১ দফা পৌঁছে দেবো মানুষের দ্বারে দ্বারে।
তিনি আরও বলেন, ৩১ দফার আলোকে দেশকে পুনর্গঠন করা হবে। বিএনপির আস্থা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোনো বিকল্প নেই। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
কর্মশালায় অংশ নেন রংপুর মহানগরসহ বিভাগের ৮ জেলা, সৈয়দপুর সাংগঠনিক জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতারা। এ সময় কর্মশলায় উপস্থিত নেতারা বলেন, ৩১ দফা আয়ত্তে এনে তা জনগণের মাঝে পৌঁছে দিয়ে আগামীর ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় অংশ নিতে চান তারা। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিয়েছেন বিএনপির মিডিয়া সেলের প্রধান ডা. মওদুদ আলমগীর পাভেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *