সচিবালয়ে ঢুকে ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক :

সচিবালয়ে ঢুকে হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ‘টাকা তুলে শেখ হাসিনাকে আবার ফেরাবো’ বলা এক তরুণও রয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার চারজনকে আদালতে তোলা হবে। তাদের কারাগারে পাঠানোর জন্য আবেদন করবে পুলিশ।

গ্রেফতার চারজন হলেন- বাহ্মণবাড়িয়ার বর্ডার বাজার থানাধীন মধ্যপাড়ার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে আশিকুর রহমান তানভীর (১৯), বরিশালের বাবুগঞ্জ থানাধীন দেহেরগতী এলাকার বাসিন্দা ফ্রান্সেস সিকদারের ছেলে জেফরী অভিষেক সিকদার (২১), কুমিল্লার লাকসাম থানাধীন পশ্চিমগাঁও এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে আবু সফিয়ান (২১) ও মুরাদনগর থানাধীন সালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামত কান্দির বাসিন্দা মৃত নূর নবীর ছেলে মো. শাকিল মিয়া (১৯)।

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ছয় দাবি নিয়ে সচিবালয়ে ঢুকে পড়েন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় সচিবালয়ের ভেতর হামলাও চালানো হয়। ওইদিন শাকিল মিয়া নামে এক তরুণের দেয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তাকে বলতে শোনা যায়, ‘যদি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করেন, আমরা সবাই টাকা তুইলা শেখ হাসিনারে আবার বাংলাদেশে আনবো। শেখ হাসিনা ভালো ছিল।’

এর আগে সচিবালয়ে ঢুকে হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে গত মঙ্গলবার ১২০০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত মামলাটির এজাহার গ্রহণ করেন। সেইসঙ্গে আগামী ২৮ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *