ত্রাণ নিতে যাওয়ার পথে ইসরায়েলের হামলা, ৭১ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

অবরুদ্ধ গাজায় ক্রমবর্ধমান খাদ্য সংকটের মধ্যে দখলদার ইসরায়েলের হামলায় ত্রাণের খোঁজে যাওয়া ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে গাজার হাসপাতালগুলোতে দুর্ভিক্ষ এবং অপুষ্টির কারণে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার উত্তর গাজার জিকিম ক্রসিং দিয়ে ত্রাণ নিয়ে ঢোকা ট্রাকের উদ্দেশে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েল।

এতে অন্তত ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৬৪৮ জন। 

নাসের মেডিক্যাল কমপ্লেক্স জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে তথাকথিত মোরাগ করিডরের কাছে ২০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। একটু ত্রাণের খোঁজে সেখানে গিয়েছিলেন তারা।

দখলদার ইসরায়েল ও তাদের মিত্র যুক্তরাষ্ট্রের সমর্থিত ত্রাণ বিতরণ সংস্থা জিএইচএফের পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়লি বাহিনীর হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হলেন। এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সময়ে অপুষ্টিজনিত কারণে ৮৯ শিশুসহ ১৫৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *