মোঃ রায়হান পারভেজ নয়ন, নিলফামারী
ট্রেনে যাত্রীদের সর্বনাশ ডেকে আনা অজ্ঞান পার্টির অন্যতম হোতা ফুল মিয়া (৪৮) অবশেষে ধরা পড়েছে রেল পুলিশের হাতে। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাহপুর এলাকার আব্দুস সামাদের ছেলে।
শনিবার (৩০ আগস্ট) ভোরে খুলনা থেকে চিলাহাটি গামী ট্রেনটি সৈয়দপুর স্টেশনের কাছে পৌঁছালে যাত্রীদের সহায়তায় তাকে আটক করা হয়। বর্তমানে তিনি সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রেল পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ফুল মিয়া ট্রেনে ওঠে দুই যাত্রীকে জুস পান করিয়ে অচেতন করে তাদের স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনার সময় যাত্রীরা বিষয়টি বুঝতে পেরে তাকে ধরে ফেলেন। পরে যাত্রীদের চাপের মুখে নিজেই সেই জুস পান করলে তিনি অচেতন হয়ে পড়েন।
এ সময় রেল পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সৈয়দপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী বলেন, “অজ্ঞান পার্টির মূল হোতা ফুল মিয়ার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাকে আইনের আওতায় আনা হবে।













Leave a Reply