জাকসু ভোট গ্রহণের প্রস্তুতি শেষ

অনলাইন ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য বানানো শেষ হয়েছে বুথ। এছাড়া নিরাপত্তার জন্য লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। কেন্দ্রগুলো এখন ভোট গ্রহনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।

২১ নম্বর ছাত্র হলের ওয়ার্ডেন অধ্যাপক জুলফিকার আহমেদ জানান, জাকসু নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সকালের মধ্যে হলগুলোতে বুথ বানানো শেষ করা হয়েছে। এর আগে, সিসিটিভি ক্যামেরা বাসানোর কাজ শেষ করা হয়। এখন প্রতিটি হল ভোট গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতীহীনভাবে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ২১টি হলের ২২৪টি বুথে ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন।

জাকসু নির্বাচনে ভিপি পদে ৯ জন জিএস পদে ৯জনসহ সর্বমোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *