পরিবর্তন করা হলো জাকসুর ভোট গণনা পদ্ধতি

অনলাইন ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ওএমআর মেশিনে ভোট গণনার কথা থাকলেও এখন তা ম্যানুয়ালি অর্থাৎ হাতে গোনা হবে। ছাত্রদল আবেদন করার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ছাত্রশিবিরের অভিযোগ, ছাত্রদলকে সুবিধা দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাকসু নির্বাচনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটির সদস্য ড. সালেহ আহম্মদ খান গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, যেহেতু ডাকসু নির্বাচনে মেশিনে ভোট গণনা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, এ কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে সব ভোট হাতে গণনা করা হবে।

জানা গেছে, ভোটগ্রহণ শেষে মেশিনে স্ক্যানিংয়ের মাধ্যমে ভোট গণনার কথা ছিল। তবে ছাত্রদল সমর্থিত প্যানেলের দাবির মুখে ম্যানুয়ালি বা হাতে গণনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পরে দুই পদ্ধতিতেই ভোট গণনার দাবি জানিয়েছেন ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব। তিনি বলেন, শুধু ম্যানুয়ালি ভোট গণনা হলে স্বচ্ছতা নিশ্চিত হবে না। সেজন্য দুই পদ্ধতিতেই ভোট গণনার দাবি তার।

এবার জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ প্রার্থী। নির্বাচনে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট আটটি প্যানেল অংশগ্রহণ করবে। ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ১০টি হল মিলিয়ে মোট ২১ ভোটকেন্দ্র ঠিক করা হয়েছে। এসব কেন্দ্রে স্থাপন করা হয়েছে ২২৪টি বুথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *