যমুনায় আবারও বাড়ছে পানি

অনলাইন ডেস্ক

অসময়ে আবারও সিরাজগঞ্জ জেলায় যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। টানা চার দিন ধরে পানি বাড়তে থাকায় চরাঞ্চলের শীতকালীন সবজি আবাদ ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা। পাশাপাশি কাজিপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার নদী তীরবর্তী এলাকায় ভাঙন আতঙ্ক বিরাজ করছে।

এদিকে দিনভর বৃষ্টিপাতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।
ঘরবন্দি হয়ে পড়েছে সাধারণ মানুষ। আয়-রোজগার কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবীরা।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১০৫ সেন্টিমিটার নিচ দিয়ে এবং কাজিপুর পয়েন্টে ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরো জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে।
আগামী দু-একদিনের মধ্যে পানি আরো বাড়তে পারে। তবে বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *