নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা কামিয়াব হবে না

অনলাইন ডেস্ক

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা কামিয়াব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি বলেছেন, ‘যারা বিগত দিনে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে, তারা আবার জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।’

মরহুম হাজী হোসেন উদ্দিন সিকদারের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ছিটমামুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘বাংলাদেশের জনগণ ১৭ বছর স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করে অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সঙ্গে ছিল।

আর একটি পক্ষ নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন দাবি তুলে নির্বাচনকে বিলম্ব করার পাঁয়তারা করছে। তারা কত দিন আন্দোলন-সংগ্রামে ছিল দেশবাসী তা দেখেছেন। তারা কিভাবে আমাদের পাশে ছিল, আমরা কিভাবে তাদের সহায়তা করেছি, তা আর বলতে চাই না; বলবে জনগণ।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘জনগণই বিএনপির মনোবল।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’ এ জন্য সব নেতাকর্মীকে প্রস্তুতি সম্পন্ন করে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ মার্কায় ভোট চাওয়ার নির্দেশনা দেন তিনি।
তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজহারুল আলম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ বক্তৃতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *