ভুল চিকিৎসার অভিযোগ, নাটোরে আল-হেরা হাসপাতাল বন্ধের নির্দেশ

অনলাইন ডেস্ক

ভুল চিকিৎসার প্রাথমিক সত্যতা পেয়ে নাটোরে একটি বেসরকারি হাসপাতালের মালিককে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব রকম চিকিৎসাসেবা বন্ধের নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন।

গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের কানাইখালীতে অবস্থিত আল-হেরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে উপস্থিত হয়ে এই নির্দেশনা দেন তিনি।
নাটোরের সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফীন জানান, গত ২৭ জুলাই নাটোরের একডালা নারায়ণপুরের বাসিন্দা গার্মেন্টস-কর্মী মানিক মিয়া শহরের কানাইখালীর আল-হেরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তলপেটে ব্যথা নিয়ে ভর্তি হন। ওই দিনই হাসপাতালটির মালিক ডা. শামিম উদ্দিন এক সহযোগী নিয়ে তার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেন।

পরে সপ্তাহখানেক রোগীকে হাসপাতালে ভর্তি রাখা হয়। এর মধ্যে রোগীর অবস্থা সংকটাপন্ন হলে রোগীর স্বজনরা রোগীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে আল-হেরা হাসপাতালটির ভুল চিকিৎসার বিষয়টি ধরা পড়ে। তখন থেকেই মানিক মিয়া সহায়-সম্বল বিক্রি করে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো জানান, এর মধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল চিকিৎসার বিষয়টি লেখার কারণে রোগীর স্বজনদের হুমকি-ধমকিও দেন ডা. শামিম উদ্দিন। পরবর্তী সময়ে রোগীর স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ ও ভুল চিকিৎসার প্রাথমিক সত্যতা মেলায় তিনি আল-হেরা হাসপাতালটির চিকিৎসাসেবা বন্ধের নির্দেশ দেন।

এদিকে, নাটোর ক্লিনিক মালিক অ্যাসোসিয়েশনের নেতারা রোগীর জন্য ১০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন এবং আল-হেরা হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে কথা বলতে হাসপাতালটির মালিক ডা. শামিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে সাক্ষাতে কথা বলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *