অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কা অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে বাবার মৃত্যুর কারণে দেশে ফিরেছিলেন। অন্ত্যেষ্টিক্রিয়া শেষে তিনি আবারও জাতীয় দলে যোগ দিচ্ছেন। এমনটাই জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।
শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ভেল্লালাগে আজ রাতেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন এবং আগামীকাল (২০ সেপ্টেম্বর) সকালে দলের সঙ্গে যোগ দেবেন।
তার সঙ্গে থাকবেন টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোডে।
আগামীকালই সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। ম্যাচটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
গতকাল (১৮ সেপ্টেম্বর) মারা যান ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগে।
সেদিনই আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। ম্যাচ শেষে বাবার মৃত্যুসংবাদ পান তিনি। এরপর দ্রুতই দেশে ফিরে যান।
বাংলাদেশের বিপক্ষে শনিবারের ম্যাচ শেষে শ্রীলঙ্কার সুপার ফোরের বাকি দুই ম্যাচ হবে পাকিস্তানের বিপক্ষে ২৩ সেপ্টেম্বর এবং ভারতের বিপক্ষে ২৬ সেপ্টেম্বর।













Leave a Reply