ভিন্ন পরিচয়ে সালমা, নির্বাচক হলেন হাসিবুল

অনলাইন ডেস্ক

বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছেন সালমা খাতুন। শুধু প্রতিনিধিত্ব না, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এবার সাবেক অধিনায়কই নতুন পরিচয় পেলেন। আজ নারী দলের নির্বাচক হিসেবে তাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এতে প্রথমবারের মতো নারী দলের নির্বাচক একজন নারী হলেন। সালমাকে দায়িত্ব দেওয়ার বিষয়টি বিসিবির জরুরী সভা শেষে আজ নিশ্চিত করেছেন ইফতেখার রহমান মিঠু। বিসিবির মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান বলেছেন,‘প্রথমবারের মতো নারী জাতীয় দলের জন্য নির্বাচক হিসেবে সালমা খাতুনকে যুক্ত করা হয়েছে। আপনারা জানেন, ২০১৪ সালে আইসিসির সেরা বোলার ও অলরাউন্ডার ছিলেন।
জাতীয় দলে দীর্ঘদিন অধিনায়কত্ব করেছেন। আমার মনে হয় এটা রেভুলশনারি একটা সিদ্ধান্ত। সালমা থাকায় ভবিষ্যতে নারী দল আরও ভালোভাবে উপকৃত হবে। দেশে প্রথমই হলো এমন।
বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০২৩ সালে টি-টোয়েন্টিতে খেলেছেন সালমা। এরপর জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার। তবে নতুন পরিচয় পাওয়ায় খুব শিগগিরই হয়তো সবধরণের ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপনের সঙ্গে কাজ করবে সালমা।

অন্যদিকে পুরুষ দলের নির্বাচক কোটাও পূর্ণ হয়েছে।

গত ফেব্রুয়ারিতে নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো হান্নান সরকারের স্থলাভিষিক্ত হচ্ছেন হাসিবুল হোসেন শান্ত। সাবেক পেসারের নিয়োগের বিষয়টিও আজ নিশ্চিত করেছেন মিঠু। তিনি বলেছেন,‘ছেলেদের দলে নির্বাচকদের একটা জায়গা খালি ছিল। আমরা সেই জায়গায় বাংলাদেশের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্তকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এখন গাজী আশরাফ হোসেন লিপু ও আব্দুর রাজ্জাকের সঙ্গে মিলে কাজ করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *